শেরপুর উপজেলা জাসদের কাউন্সিল অনুষ্ঠিত
শহর প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কাউন্সিল শনিবার, সকাল ১০ ঘটিকায় শেরপুর সকাল বাজার অবস্থিত ঝিকিমিকি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা জাসদের সাবেক সভাপতি, প্রবীন রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ মোজাফ্ফর হোসেন। উক্ত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একেএম রেজাউল করিম তানসেন (সাবেক সংসদ সদস্য), সহ-সভাপতি কেন্দ্রীয় জাসদ ও সভাপতি বগুড়া জেলা জাসদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি ও সাধারণ সম্পাদক বগুড়া জেলা জাসদ। এ্যাডভোকেট মোঃ ইমদাদুল হক ইমদাদ সদস্য কেন্দ্রীয় সংসদ। এ্যাডভোকেট আব্দুল লতিফ ববি সাংগঠনিক সম্পাদক বগুড়া জেলা জাসদ,মোঃ হারুনুর রশিদ হারুন সভাপতি বগুড়া সদর উপজেলা জাসদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত কাউন্সিলে সভাপতি হিসেবে নির্বাচিত হন এম এ আব্দুস ছাত্তার মন্ডল, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মোঃ আল-আমিন শেখ ও সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন মোঃ শামীম হাসান।
উক্ত অনুষ্ঠানে ৩৩ সদস্য বিশিষ্ট বগুড়ার শেরপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। স্থানীয় ও বিভিন্ন ইউনিয়ন জাসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।