গণঅভ্যূত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে : ফখরুল
শেরপুর ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা মতায় থাকা অবস্থায় বেগম খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়। তাই গণঅভ্যূত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে। তাহলে খালেদা জিয়া মুক্তি পাবেন। তাই এখন দুর্বার গণআন্দোলনের জন্য বিভেদ ভুলে সকলকে প্রস্তুতি নিতে হবে। এখন অন্য কোন স্লোগান না দিয়ে সবাই স্লোগান দিবেন ‘এই সরকার নিপাত যাক।’ আমাদের সামনে একটি মাত্র ল্য আর সেটি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বোভৌমত্বের প্রতীক বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য গণঅভ্যুত্থান গড়ে তোলা।
রবিবার বিকেলে নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এ সব কথা বলেন। ঢাকা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাসারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সাদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, ড. মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জয়নুল আবেদীন ফারুক, আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, এজেড এম জাহিদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যনি, যুবদল সভাপতি সাইফুল ইসলাম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।