বিদেশের খবর

ইমরান খানকে হঠাতে একজোট ১০ দল!

Spread the love

শেরপুর ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে মতাচ্যুত করার জন্য বহুদলীয় বৈঠকের ডাক দিয়েছেন জামেয়াত উলেমা-ই ইসলাম(জেইউআই) দলের প্রধান মাওলানা ফজলুর রেহমান। সরকার বিরোধী আন্দোলনের পরবর্তী কর্মসূচী নিয়ে আলোচনার জন্যই এই বৈঠকের ডাক দিয়েছেন জেইউআই প্রধান। আগামী মঙ্গলবার বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। খবর ‘ডন’ এর।
সরকার বিরোধী এই বৈঠকে পাকিস্তানের নয়টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। জামেয়াত উলেমা-ই ইসলামের নেতৃত্বে দেশটির রাজধানী ইসলামাবাদে বৈঠকটি অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন মাওলানা ফজলুর রেহমান।
জেইউআই প্রধান মাওলানা ফজলুর রেহমান পিপিপি চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি, পিএলএম-এন প্রধান আহসান ইকবাল এবং পাখতুনখাওয়া মিল্লি আওয়ামী পার্টির চেয়ারম্যান মেহমুদ খান আচাকজাইকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছেন এই আলোচনা সভায়। এছাড়া আওয়ামী ন্যাশনাল পার্টি, জামিয়াত উলেমা-ই পাকিস্তান ও জামিয়াত আহলে হাদিতসহ আরও তিনটি দলকে সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close