স্থানীয় খবর
বগুড়ায় ভ্রাম্যমান আদালতে ৩ মেডিসিন ষ্টোর এর জরিমানা
বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় সোমবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৯ হাজার ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। ৪ এপিবিএন, নিশিন্দারা, বগুড়ার সহযোগীতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা ও রোমানা রিয়াজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। প্রায় ৩ ঘন্টার অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয় ঔষধ আইনের বিধি লঙ্ঘন করে গরংনৎধহফ এর ঔষধ বিক্রি ও জনসাধারণের চলাচলের পথ ব্যবহার এবং পরিবেশ দূশন করার অপরাধে ০১। “বায়োজদ মেডিসিন ষ্টোর” এর প্রোপাইটর মোঃ বায়োজিত (৩৫) কে ৭ হাজার টাকা, ০২। “সন্ধানী মেডিসিন ষ্টোর” এর প্রোপাইটর মোঃ ইব্রাহীম (৩১) কে ৫০০ টাকা এবং ০৩। “আব্দুল্লাহ ফার্মেসী” এর প্রোপাইটর মোঃ রুবেল হোসেন (৩৫) কে ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন।