স্থানীয় খবর
আদমদীঘিতে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে কৃষি উপকরন বিতরন।
আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়া আদমদীঘি উপজেলানর প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে কৃষি উপকরন সহায়তা প্রদান করা হয়। এ উপল্েয সোমবার বেলা ১১ টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার একে এম আব্দুল্লাহ বিন রশীদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রশিন কর্মকর্তা সামছুল ওয়াদুদ, উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, উপজেলা আওয়ামীলীগেন সহ-সভাপতি আবু রেজা খান সহ প্রমুখ।আলোচনা শেষে ৯০০ জন প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরন বিতরন করা হয়।