খেলাধুলা

বগুড়ায় প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু

Spread the love

বগুড়া প্রতিনিধি: জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বগুড়ায় শুরু হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। আজ (সোমবার) সকালে শহীদ চান্দু স্টেডিয়ামে বেলুন উড়িয়ে ২০১৯-২০ মৌসুমের লিগ উদ্বোধন করেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। উদ্বোধনী খেলায় সূত্রাপুর স্পোর্টিং কাব ৭ উইকেটে হারিয়েছে আগমণী ক্রীড়া চক্রকে।
টর্স হেরে ব্যাটিংয়ে নামা আগমণী ক্রীড়া চক্র ৩৩.২ ওভারে অলআউট হয় মাত্র ৮৩ রানে। শাফি ১৫, শিপন ১৫, ওয়াজকুরনি ১০ ও শ্রাবণ করেন ১০ রান। সূত্রাপুর স্পোর্টিং কাবের ফিরোজ ৩টি ও সাগর নেন ২ উইকেট।
সহজ ল্েয পৌঁছাতে মোটেও বেগ পেতে হয়নি সূত্রাপুর স্পোর্টিং কাবকে। ১৩.৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন শুভ। আর নূর-ইসলামের ব্যাট থেকে আসে ৩১ রান। আগমণীর বোলার আরিফ ও রবিউল পান একটি করে উইকেট। ম্যাচসেরা হয়েছেন সূত্রাপুরের ফিরোজ।
উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন জেলা ক্রীড়া সংস্থা সহ-সভাপতি নুরুল আলম টুটুল, কার্যনির্বাহী সদস্য ইমদাদুল হক, জামিলুর রহমান জামিল, মাহফুজুল ইসলাম, আল রাজী জুয়েল, আলাউদ্দিন, দিলুরুবা আমিনা আক্তার, জাকিয়া সুলতানা আলেয়া ও ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি খাজা আবু হায়াত হিরু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close