ধুনটে জমি নিয়ে বিরোধের জের ধরে জোর করে ধান কর্তন
এম.এ. রাশেদ ঃ বগুড়ার ধুনটে জমি নিয়ে বিরোধের জের ধরে জোর করে ধান কর্তনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের গোপালনগর গ্রামে এ বিরোধ জেরের ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের গোপালনগর গ্রামের মৃত নছিম উদ্দিন আকন্দের ছেলে সাইফুল ইসলাম আকন্দের সাথে একই এলাকার মালেক আকন্দের ছেলের হযরত আলী আকন্দের সাথে জমি সংক্রান্ত দির্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।
সাইফুল ইসলাম জানায়, চলতি মৌসুমে আমি আমার নিজ দখলীয় ১ একর ২৩ শতাংশ জমিতে ধান চাষ করি। ধানচাষ চলাকালীন সময়ে মঙ্গলবার প্রতিপ হযরত আলী ও তার সহযোগীরা জোর করে কৃষাণ নিয়ে ওই জমিতে অনাধিকার প্রবেশ করে। আমরা প্রতিবাদ করিলে তারা ভয়ভিতী দেখিয়ে জমির ধান কর্তন করে তাদের বাড়িতে নিয়ে যায়। আইনশৃংঙ্খলার অবচনতি হওয়ার আশংকায় আমরা কোন রকম দাঙ্গা মোকাবেলায় যাই নাই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এ বিষয়ে আইনী পদপে গ্রহন করার পরিকল্পনা নিয়েছি।