বগুড়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে বৃদ্ধকে পেটানোর অভিযোগ
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে বয়স্ক ভাতার কার্ড নিতে ৫ হাজার টাকা দাবির বিষয় ফাঁস করায় ইউপি সদস্যের হাতে মারপিটের শিকার হয়েছেন আব্দুস সামাদ (৮০) নামে এক বৃদ্ধ। এই ঘটনায় মঙ্গলবার শাজাহানপুর থানায় আব্দুস সামাদ বাদি হয়ে শাহিনুর রহমান নামের ওই ইউপি সদস্যের বিরুদ্ধে মারপিটের অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আমরুল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের অসহায় বৃদ্ধ আব্দুস সামাদের দুই পুত্র দিনমজুরী করে নিজ নিজ সংসার চালায়। নিরুপায় আব্দুস সামাদও দিনমজুরী করে স্ত্রীকে নিয়ে অতিকষ্টে সংসার পরিচালনা করছেন। শরীরের অবস্থা ক্রমেই অবনতি হওয়ায় একমাস আগে তিনি তার নিজ এলাকার ইউপি সদস্য শাহিনুর রহমানের কাছে একটি বয়স্ক ভাতার কার্ডের দাবি করলে ওই ইউপি সদস্য তার কাছে ৫ হাজার টাকা দাবি করেন।
তিনি গত রোববার উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নুর নিকট হাজির হয়ে বয়স্ক ভাতার কার্ডের আবেদন জানান এবং বয়স্ক ভাতার কার্ডের বিষয়ে স্থানীয় ইউপি সদস্য কর্তৃক ৫ হাজার টাকা দাবি করার বিষয়টি জানান। ঘটনাটি জানাজানি হলে ইউপি সদস্য শাহিনুর রহমান প্তি হয়ে ওঠেন এবং বৃদ্ধ আব্দুস সামাদকে বেদম মারপিট করেন। এই ঘটনায় বৃদ্ধ আব্দুস সামাদ বাদি হয়ে মঙ্গলবার শাজাহানপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। অপরদিকে বয়স্ক ভাতার বিষয়ে কোন টাকা দাবি করা হয়নি উল্লেখ করে ইউপি সদস্য শাহিনুর রহমান জানিয়েছেন, বৃদ্ধ আব্দুস সামাদ ১০ বছর আগে থেকে বয়স্ক ভাতা পাচ্ছেন। তার সাথে পারিবারিক দ্বন্দ্ব থাকায় আমার সামাজিক মর্যাদা ুন্ন করতেই তিনি এমন অভিযোগ করেছেন। শাজাহানপুর থানার ওসি আজীম উদ্দিন জানান, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। তদন্ত সাপেে আইনগত ব্যবস্থা নেয়া হবে।