শেরপুরে বর্ষীয়ান কবি মোহাম্মদ রহমতুল বারীর কাব্যগ্রন্থ “দূর বহুদূর” এর মোড়ক উম্মোচন
ষ্টাফ রির্পোটার: বগুড়ার বর্ষীয়ান কবি শেরপুর সাহিত্য চক্রের প্রেসিডিয়ামের প্রবীন সদস্য ডাঃ মোহাম্মদ রহমতুল বারীর ১৪ তম কাব্যগ্রন্থ “দূর বহুদূর” এর মোড়ক উম্মোচন করা হয়েছে। শুক্রবার বিকালে শেরপুর টাউন কাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজ মিলনায়তনে শেরপুর সাহিত্য চক্রের পাকি সভায় এই বইয়ের মোড়ক উম্মোচন করা হয়। সংগঠনের প্রেসিডিয়াম সদস্য আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কবির কাব্যগ্রন্থ ও তার জীবনের উপর আলোচনা করেন প্রফেসর ড.বেলাল হোসেন, সিনিয়র সাংবাদিক মুনসী সাইফুল বারী ডাবলু, ডাঃ আমিরুল হোসেন চৌধুরী, কবি সুলতান মাহমুদ রণি, আব্দুস সামাদ প্রমুখ। অনুষ্ঠানে ছোট গল্প পাঠ করেন সুব্রত ঠাকুর। কবিতা পাঠ করেন আফরোজা নার্গিস সাথী, মোখলেছুর রহমান আরজু, বিশ্বজিৎ চৌধুরী, জাহানারা বেগম, নুশরাত ফারহানা, আবু সাইদ ফকির, পংকজ সাহা, মামুনর রশিদ চৌধুরী, মানস মানিক, হাফিজুর রহমান, আল মাহমুদ সরকার জুয়েল, গোলাম কিবরিয়া খাঁন প্রমুখ।