বিদেশের খবর
৩০ সেকেন্ডে মাটিতে মিশে গেল ২২ তলা ভবন!
শেরপুর ডেস্ক: ২২ তলা ভবন। দণি আফ্রিকার জোহানসবার্গে অবস্থিত ভবনটি শহরের দ্বিতীয় উচ্চতম বাড়ি। গত বছরের সেপ্টেম্বরে এই বাড়িতে আগুন লাগে। এরপর স্থানীয় প্রশাসন ভয়াবহ তিগ্রস্ত বাড়িটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। গত রবিবার বিস্ফোরকের সাহায্যে ভেঙে ফেলা হয় সেই বাড়িটি। আর এত বড় সেই ভবনটি ৩০ সেকেন্ডের কম সময়ে ধসে পড়ে।