নাটকের নতুন জুটি জুনায়েদ ও বৃষ্টি
শেরপুর ডেস্ক: ২০১৬ সালে মিস্টার এন্ড মিস ফ্রেশ লুক এর মাধ্যমে শোবিজে পথচলা জুনায়েদ বুকদাদীর । পরে কাজ করেছেন একাধিক টিভিসি। পাশাপাশি কাজ করছেন র্যা ম্প মডেলিং ও ফ্যাশন মডেলিংয়ে। এছাড়া তিনি মঞ্চ নাটকের পাশাপাশি কয়েকটি একক নাটকে কাজ করেছেন। তাছাড়া কিছুদিন আগে গবহ’ং ঋধরৎ ্ খড়াবষু ঈযধহহবষ র ঐবৎড় – কে হবে মাসুদ রানা? এর ১ম রানার আপ হয়েছেন। এখন বেসরকারি একটি চ্যানেলে নিয়মিত কাজ করছেন। এদিকে চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপারস্টার -২০১৮ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছিলেন সারওয়াত আজাদ বৃৃষ্টি। ১২ হাজার প্রতিযোগীকে টপকে প্রথম রানার আপ হিসেবে জিতেছিলেন চার লাখ টাকা। এতে জীবনে এসেছে পরিবর্তন। যদিও বৃষ্টির দাবি তিনি আগেরই মতোই আছেন। মাটিতেই পা রাখছেন। যাইহোক এই এক বছরের বেশি সময়ে বেশ কিছু ফটোশুটে করেছি এবং কিছু একক নাটকের শুটিং করেছি। প্রথমবার জুনায়েদ ও বৃষ্টি একসঙ্গে একটি টেলিফিল্মে অভিনয় করেছেন। টেলিফিল্মটির নাম ‘রক্তেভেজা চিরকুট’। আবীর ফেরদৌস ও রাইয়ান মাহমুদের রচনায় টেলিফিল্মটি নির্মান করেছেন সহিদ উন নবী। চলতি মাসের ২৯ তারিখে দুপুর ২টায় চ্যানেল আইতে প্রচারিত হবে। ১৯৫২ এন্টারটেনমেন্ট প্রযোজিত টেলিফিল্মের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জুনায়েদ, বৃষ্টি, সুজাত শিমুল, রেশমী, সাদিয়া, পনির শিকদার, আজম খান, নবীসহ অনেকে।