দেশের খবর

সড়কের দুই পাশে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী

Spread the love

শেরপুর ডেস্ক: আন্তঃজেলা সড়কগুলো চারলেন করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, সরকারের ল্য হচ্ছে সড়ক সংস্কার, বাঁক সোজা করা এবং পুরোনো দুর্বল সেতু বাতিল করে নতুন সেতু নির্মাণ করা। এছাড়া আন্তঃজেলা সড়কগুলো চারলেন করা হবে। সড়কের দুই পাশে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে ৭ হাজার ৩১২ কোটি ৫৫ লাখ টাকা ব্যয় সম্বলিত ৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ২ হাজার ৭৭৮ কোটি ৫৬ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ৩২১ কোটি ৬৯ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ৪ হাজার ২১২ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ের ল্য নির্ধারণ করা হয়েছে। ছয়টি প্রকল্পের মধ্যে পাঁচটি সড়ক সংশ্লিষ্ট। পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, সরকারের এখন প্রধান দুটি ল্য সড়ক উন্নয়ন এবং বিদ্যুত্ ব্যবস্থার উন্নয়ন ঘটানো। সে জন্য একনেক সভায় ছয়টি প্রকল্প অনুমোদন দেওয়া হলো। এরমধ্যে সড়কের পাঁচটি প্রকল্প। আমরা সড়কের জাল বিস্তার করেছি। এখন সুফল পাচ্ছি। প্রধানমন্ত্রী চান আরো গতি। এজন্য যা যা করার সব করা হবে।
বিগত একনেক সভাগুলোতে প্রধানমন্ত্রীর দেওয়া অনুশাসনগুলো একটি পুস্তক আকারে গতকাল প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অনুশাসন নিয়ে যে বই প্রকাশ করা হয়েছে তাতে তিনি খুশি হয়েছেন। কতটুকু বাস্তবায়ন হয়েছে সেটা বলা যায় না, কারণ যখন অনুশাসন দেওয়া হয় এর কাজ তখনই শুরু হয়ে যায়। এসব অনুশাসন অবশ্যপালনীয়। প্রকল্প পরিচালকদের এগুলো মেনেই কাজ করতে বলা হবে। সেই সঙ্গে পরিকল্পনা কমিশন উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রক্রিয়াকরণ করার সময় এসব অনুশাসন মিলিয়ে দেখবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close