শেরপুর উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী সেখ এর সভাপতিত্বে তার চেম্বারে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্যদেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু ,সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক ও দৈনিক সংবাদের প্রতিনিধি আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহজামাল সিরাজী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: খাদিজা খাতুন, শেরপুর থানার এস আই এবাদ আলী, ইউপি চেযারম্যান আলহাজ্ব মোহাম্মাদ আলী মুন্টু,গৌরদাস রায় চৌধুরী, শফিকুল ইসলাম রাঞ্জু, মো: আবু সাইদ, শেরপুর ডিজে হাইস্কুলের প্রধান শিক আকতার উদ্দিন বিপ্লব প্রমুখ। সভায় শেরপুর উপজেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। শহরের যানজট নিরসন ও ভেজাল খাদ্য নিয়ন্ত্রনে অভিযান পরিচালনা সহ কতিপয় গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি ভাল থাকায় সন্তোষ প্রকাশ করা হয়।