বগুড়া জেলা আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত
বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা গতকাল বুধবার বিকাল ৩টায় টেম্পল রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি এম মুসা পেস্তা। মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু। বক্তব্য রাখেন তোফাজ্জল হোসেন দুলু, এড. আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, এড. মকবুল হোসেন মুকুল, এড. রেজাউল করিম মন্টু, এড. আমানুল্লাহ, শাহ্ আব্দুল খালেক, রাগেবুল আহসান রিপু, টি জামান নিকেতা, মঞ্জুরুল আলম মোহন, প্রদীপ কুমার রায়, আসাদুর রহমান দুলু, শাহরিয়ার আরিফ ওপেল, এড. তবিবর রহমান তবি, মুনসুর রহমান মুন্নু, এড. সাইফুল ইসলাম, আব্দুল খালেক বাবলু, সুলতান মাহমুদ খান রনি, শেরীন আনোয়ার জর্জিস, এড. শফিকুল আলম আক্কাস, কামরুন্নাহার পুতুল, আনিছুজ্জামান মিন্টু, সাগর কুমার রায়, এস. এম রুহুল মোমিন তারিক, এস. এম শাজাহান, এবিএম জহুরুল হক বুলবুল, মাশরাফী হিরো, আল রাজী জুয়েল, তপন চক্রবর্তী, হেলাল উদ্দিন কবিরাজ, তৌহিদুর রহমান মানিক, আসালত জামান, আবুল কাশেম ফকির, এড. মন্তেজার রহমান মন্টু, আজিজুল হক, জিয়াউল করিম শ্যাম্পু, রফি নেওয়াজ খান রবিন, সিরাজুল ইসলাম খান রাজু, মোস্তাফিজার রহমান মোস্তা, তালেবুল ইসলাম তালেব, আব্দুল খালেক দুলু, ফজলুল হক ফজলু, আব্দুল হাই খোকন, আব্দুল মান্নান, আব্দুর রাজ্জাক মিলু, আনোয়ার হোসেন রানা। সভায় সর্বসম্মতিক্রমে কাউন্সিল অধিবেশনের জন্য তফসিল ঘোষণা এবং কাউন্সিলার তালিকা অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়।