রংপুরে পুরনোদের হাতেই আওয়ামী লীগের নেতৃত্ব
শেরপুর ডেস্ক: বহুল প্রতীতি সম্মেলন শেষে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ কমিটিতে পুরনো নেতাদের হাতেই নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এই কমিটির মধ্য দিয়ে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্তের দায়িত্ব থেকে ভারমুক্ত হয়েছেন নতুন সভাপতি। গত মঙ্গলবার রাতে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে নতুন কমিটি ঘোষণা করা হয়।
জেলা আওয়ামী লীগের মমতাজউদ্দিন আহমেদ সভাপতি ও রেজাউল করিম রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নতুন এই কমিটিতে জেলা আওয়ামী লীগের এক নম্বর সদস্য করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে। আর মহানগর আওয়ামী লীগের সাফিউর রহমান সফি সভাপতি ও তুষার কান্তি মণ্ডল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত সভাপতি ও সম্পাদকের মাধ্যমে গঠিত কমিটি আগামী ২০২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলররা সভাপতি ও সম্পাদকের নাম প্রস্তাবের পর প্রার্থীদের মধ্যে সমঝোতা হয়নি। পরে সবার সম্মতিতে সরাসরি আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে কমিটি চূড়ান্ত হয়।
তিনি জানান, জেলা ও মহানগর কমিটিতে সভাপতি ও সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন ৩৪ জন। এর মধ্যে জেলাতে সভাপতি পদে ছয়, সাধারণ সম্পাদক পদে সাতজন। মহানগরে সভাপতি পদে ১০ জন এবং সাধারণ সম্পাদক পদে ১১ প্রার্থী কাউন্সিলরদের সমর্থন চান। তবে কেউ কাউকে ছাড় না দেওয়ায় শেখ হাসিনা কমিটি চূড়ান্ত করতে সিদ্ধান্ত দেন।
১৩ ও ৯ বছরের অপো শেষে মঙ্গলবার যথাক্রমে রংপুর জেলা আওয়ামী লীগ ও মহানগর আওয়ামী লীগের এই সম্মেলন হলো। সম্মেলনের প্রথম অধিবেশন বিকেল ৪টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সম্পন্ন হয়। বিকেল সাড়ে ৪টা থেকে রংপুর টাউন হল মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে তিন বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।