দেশের খবর

সিরাজগঞ্জে মিথ্যা ধর্ষণ মামলা, হামিদা খাতুনকে৫ বছরের কারাদণ্ড!

Spread the love

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে ধর্ষণ মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় মামলার বাদী হামিদা খাতুনকে (৫০) ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ফজলে খোদা মো. নাজির বাদী হামিদা খাতুনের অনুপস্থিতিতে দণ্ডাদেশ প্রদান করেন।
আদালতের স্পেশাল পিপি শেখ আবদুল হামিদ লাভলু ও এপিপি আনোয়ার পারভেজ লিমন এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জেলার কামারখন্দ উপজেলার খামারবড়ধুল গ্রামের কবির হোসেনের সঙ্গে একই গ্রামের নূর মোহাম্মদের মেয়ে হামিদা খাতুনের বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ২০১৬ সালের ২৪ অক্টোবর হামিদা খাতুন গণধর্ষণের অভিযোগ এনে কবির হোসেন ও তার পাঁচ ভাইয়ের নামে মামলা দায়ের করেন।
মামলার তদন্তে তার অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ এনে কবির হোসেন হামিদা খাতুনের নামে মামলা দায়ের করেন। স্যা-প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় হামিদা খাতুনকে এ দণ্ড প্রদান করেন আদালত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close