দেশের খবর

জনগণকে ঐক্যবদ্ধ করাই আগামী দিনের চ্যালেঞ্জ: নাসিম

Spread the love

সিরাজগঞ্জ প্রতিনিধি: চক্রান্ত ষড়যন্ত্রকারীদের রুখে দেয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে আলোকিত করেছেন। উন্নয়ন ও শান্তির জন্য দণি-পূর্ব এশিয়ায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এখন জনগণকে ঐক্যবদ্ধ করাই আগামী দিনের চ্যালেঞ্জ। তিনি বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোনো বিকল্প নেই।
মঙ্গলবার বিকালে তার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামী লীগ অফিসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মোহাম্মদ নাসিম এ সব কথা বলেছেন। তিনি বলেন, বিএনপি-জামায়াত শাসনামলের জঙ্গি উত্থানের এই দেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কঠোর শাসন ও মনোভাবের কারণে দেশ জঙ্গিমুক্ত হয়েছে। লোড শেডিংয়ের বাংলাদেশ আলোকিত হয়েছে। উন্নয়নের জোয়ারে শহর এবং গ্রাম একাকার হয়েছে।
প্রধানমন্ত্রীর এই উন্নয়নের খবর ঘরে ঘরে পৌঁছে দিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান দলের সিনিয়র এই নেতা। তিনি দেশে শিশু ও নারী নির্যাতনকারীদের প্রতি ঘৃণা প্রকাশ করে বলেন, এ সব সামাজিক অপরাধ। রাতারাতি এই অপরাধ সরকারের একার পে দূর করা সম্ভব নয়। এ জন্য সমাজপতিদের এগিয়ে আসতে হবে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন সাকার।
এর আগে সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম পানি উন্নয়ন বিভাগের কাজিপুরে যমুনাপাড়ের ৪৬৫ কোটি টাকার চলমান উন্নয়ন প্রকল্পের শুভগাছা, সিংড়াবাড়ি ও মেঘাই এলাকার কাজ পরিদর্শন করেন।
এ সময় কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী ও পানি উন্নয়ন বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close