বগুড়া বার সমিতির নির্বাচনে আ’লীগপন্থীদের সংখ্যাগরিষ্ঠতা অর্জন
ফারুক সভাপতি ও রফিক সম্পাদক নির্বাচিত
বগুড়া প্রতিনিধি: বগুড়া অ্যাডভোকেটস্ বার সমিতির নির্বাচনে আওয়ামী লীগপন্থী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ ও মহাজোট মনোনীত প্যানেল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। মোট ১৩টি পদের মধ্যে ওই প্যানেলের প্রার্থীরা সভাপতিসহ ৮টি পদে বিজয়ী হয়েছেন। অপরদিকে সাধারণ সম্পাদক সহ ৫টি পদে জয় পেয়েছে বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল। এক বছর আগে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংখ্যাগরিষ্ঠ পদে বিজয়ী হয়েছিল বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল।
সভাপতি পদে ৩৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও মহাজোট মনোনীত অ্যাডভোকেট গোলাম ফারুক। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের অ্যাডভোকেট দেলোয়ার হোসেন পেয়েছেন ৩২৫ ভোট। সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী অ্যাডভোকেট রফিকুল ইসলাম ৩৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট জাকির হোসেন নবাব পেয়েছেন ৩১৯ ভোট। রিটার্নিং কর্মকর্তা অ্যাডভোকেট বিনয় কুমার ঘোষ রজত শুক্রবার রাত ১০ টায় ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্যানেল থেকে আরও যে ৭জন নির্বাচিত হয়েছেন তারা হলেন- সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মাহবুবর রহমান ফারুক ও রহমতুল্লাহ, যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট একেএম রেজাউল হক, লাইব্রেরী ও সমাজন কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট ইউনুস আলী, ম্যাগাজিন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট রিয়াজুল জান্নাত প্রিন্স, সদস্য পদে অ্যাডভোকেট আজিজুল হক ফিরোজ ও বেবী খাতুন।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে নির্বাচিত অপর ৪জন হলেন- যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট শফিকুল ইসলাম ও সদস্য পদে যথাক্রমে অ্যাডভোকেট জামাল পাশা রানা, অ্যাডভোকেট সালমা সুলতানা ও অ্যাডভোকেট উজ্জল হোসেন। এর আগে শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে অ্যাডভোকেটস্ বার সতির ৭০৯ জন ভোটারের মধ্যে ৬৯২ জন ভোটার তাদের ভোটাদিকার প্রয়োগ করেন।