খালেদার জামিন না হলে এক দফা আন্দোলন-ড. মোশাররফ
শেরপুর ডেস্ক: আদালতে খালেদা জিয়ার জামিন না হলে সরকার পতনে এক দফার আন্দোলনের হুমকি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ৫ ডিসেম্বরে খালেদা জিয়ার মুক্তি না হলে এ দেশে শুধু এক দফার আন্দোলন হবে। তা হবে শেখ হাসিনা স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলন।’
শুক্রবার দুপুরে জাতীয় প্রেস কাবের আবদুস সালাম হলে ঢাকার চরফ্যাশন-মনপুরা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে ড. মোশাররফ এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি সাবেক ছাত্রনেতা নাজিম উদ্দিন আলমের সভাপতিত্বে আলোচনাসভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল, এ বি এম মোশাররফ হোসেন, রফিক শিকদার প্রমুখ বক্তব্য দেন।