নামহীন সম্পর্কে নাদিয়া
শেরপুর ডেস্ক: কিছু সম্পর্ক এমন, যার নাম হয় না। সব কিছুর ঊর্ধ্বে সে সম্পর্ক। এমনি এক নামহীন সম্পর্কে জড়ালেন অভিনেত্রী সালহা খানম নাদিয়া। সেই সম্পর্কের শেষ কোথায়? ‘নামহীন সম্পর্ক’ শিরোনামের একটি নাটকে এভাবে দেখা যাবে এ অভিনেত্রীকে। নাটকে তিনি জুটি বেঁধেছেন ইরফান সাজ্জাদের সঙ্গে। নির্মাণ করেছেন শ্রাবণী ফেরদৌস। একক নাটকের বাইরে ধারাবাহিকেও ব্যস্ত সময় পার করছেন নাদিয়া। শিগগিরই প্রচারে আসবে তার অভিনীত ‘ফ্যামিলি ফ্যান্টাসি’ শিরোনামের একটি ধারাবাহিক।
নববধূর সাজে শাওন
শেরপুর ডেস্ক: প্রয়াত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন। নববধূর সাজে তার কিছু ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। এ নিয়ে অনেকের মনে প্রশ্ন জেকে বসেছে– শাওন কি বিয়ে করছেন? সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কবি আফতাব আহমেদকে বিয়ে করেছেন গুলতেকিন। আর এবার বিয়ের সাজে হাজির হয়ে আলোচনায় এলেন হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী শাওন। গত বৃহস্পতিবার বিয়ের সাজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন শাওন। ছবিটির ক্যাপশনে তিনি জুড়ে দিয়েছিলেন রবীন্দ্রসংগীতের কয়েকটি লাইন- ‘ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি/ চিরজন্ম সঙ্গোপনে পূজিব একাকী/ কেহ জানিবে না মোর গভীর প্রণয়/ কেহ দেখিবে না মোর অশ্রবারিচয়।/ আপনি আজিকে যবে শুধাইছ আসি/ কেমনে প্রকাশি কব কত ভালোবাসি।’ শাওনের ছবিটি খুব অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায়। বউয়ের সাজে শাওনের সেই ছবি শেয়ার করেছেন অনেকেই। এই ছবি শেয়ার হয়েছে জাহিদ খান ম্যাকওভারের ফেসবুক পেজে।
জানা যায়, একটি ব্রাইডাল ফটোশুটে অংশ নিয়েছিলেন শাওন। ম্যাকওভার জাহিদ খান ছবির ক্যাপশনে লিখেছেন– ‘আবারও নববধূ রূপে মেহের আফরোজ শাওন।’ তার প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করায় শাওনের প্রতি কৃতজ্ঞতাও জানান জাহিদ।