স্বাস্থ্য কথা

যে পদ্ধতিতে ডিম খেলে দ্রুত ওজন কমবে

Spread the love

শেরপুর ডেস্ক: সুষম ও পুষ্টিকর খাবারের তালিকায় সবচেয়ে সহজলভ্য হলো ডিম। প্রায় প্রতি দিন সব বাড়িতেই কম-বেশি ডিম খাওয়া হয়। তবে বাড়িতে ছোট বাচ্চা থাকলে ডিমের চাহিদা আরও বেড়ে যায়। কিন্তু আমরা কি জানি, ওজন কমাতে ডিম অত্যন্ত কার্যকরী!
তবে চলুন জেনে নিই কোন পদ্ধতিতে ডিম খেলে ওজন কমবে-
ডিম আর নারিকেলের তেল
নারিকেলের তেল আমাদের বিপাক ক্রিয়াকে সক্রিয় করতে সাহায্য করে। তাই তেল বা মাখনের পরিবর্তে নারিকেলের তেল দিয়ে ডিমের ওমলেট তৈরি করে খেয়ে দেখুন। উপকার পাবেন।
ডিম আর ওটমিল
ডিম আর ওটমিল একসঙ্গে খেয়ে দেখুন। এই দুই উপাদানের মিশেলে ঝটপট ওজন কমবে। খাবার ধীরে ধীরে হজম করায় ওটমিল। ওটমিল পাচক রস রণের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং একই সঙ্গে অতিরিক্ত অ্যাসিড রণে বাধা দেয়। ডিম আর ওটমিল একসঙ্গে খেতে পারলে আমাদের বিপাক প্রক্রিয়া সক্রিয় হয়ে ওঠে।
ডিম আর পালংশাক

পালংশাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। এটি খেলে দীর্ঘণ পেট ভরা থাকে বা খিদে বোধ হয় না। তাই ডিমের সঙ্গে পালংশাক অবশ্যই একসঙ্গে পাতে রাখুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close