শেরপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে দুস্থ-অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার (৩০নভেম্বর) সকালে উপজেলার খামারকান্দি ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় তিনশতাধিক মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাবের সভাপতিত্বে পরিষদ চত্বরে উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ। তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তিদের শীর্তাত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। এছাড়া অনুষ্ঠানে বাল্যবিয়ের কুফল সম্পর্কেও বক্তব্য রাখেন। একইসঙ্গে উপস্থিত সবাইকে অপ্রাপ্ত-ছেলে মেয়েকে বিয়ে না দিতেও শপথবাক্য পাঠ করান তিনি।
উক্ত বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শাহজামাল সিরাজী, স্থানীয় খামারকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ উদ্দীন, খামারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছার আলী, ইউপি সদস্য আব্দুল সালাম, আব্দুর রউফ, আতাউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি ইউএনও মো. লিয়াকত আলী সেখ ইউনিয়ন পরিষদ সংলগ্ন খামারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন।