মাদক,সন্ত্রাস,জঙ্গিদের বিরুদ্ধে একযোগে কাজ করতে হবে- ওসি হুমায়ুন কবীর
মির্জাপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুর থানাধীন মির্জাপুর নতুন পাড়া গ্রামস্থ কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৯ নভেম্বর শুক্রবার উপজেলার মির্জাপুর নতুন পাড়ায় মির্জাপুর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আয়োজনে শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও সঙ্গীত সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর। প্রধান অতিথি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহ, ইভটিজিং প্রতিরোধে সচেতনতা মুলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর বলেন, বাল্য বিয়ে একটি সামাজিক ব্যাধি। এ ব্যাধি দূর করতে বাল্য বিয়ের কুফল সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে হবে। আর এ জন্য সংবাদ মাধ্যমের গুরুত্ব অনেক বেশী। মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে।
আর সব বিষয়ে সব সময় তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধ জানান তিনি। মাদক নির্মূলে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি এ উপজেলাকে শতভাগ মাদকমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া মাদকের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থানের কথা ব্যক্ত করেন। মিথ্যা গুজব সৃষ্টিকারীদের থেকে সতর্ক থাকার জন্য জনগণকে পরামর্শ দেন। এ ব্যাপারে থানা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহবান জানান।