স্ত্রীর মামলায় অতিরিক্ত সচিব গ্রেপ্তার
শেরপুর ডেস্ক: ডাক্তার স্ত্রীকে মারধর করছিলেন তার স্বামী জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জাকির হোসেন। এ সময় তার স্ত্রী ৯৯৯ এ ফোন করে সহযোগিতা চান পুলিশের। সঙ্গে সঙ্গে রমনা থানা পুলিশের একটি টিম হাজির হয় রাজধানীর বেইলী রোডের সরকারি বাসায়। সেখানে গিয়ে মারধরের প্রমাণ পেয়ে তার স্ত্রীকে পুলিশ উদ্ধার করে। পরে বিষয়টি পুলিশ মিটমাট করতে চাইলেও অতিরিক্ত সচিবের স্ত্রী রাজি না হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেেিত শনিবার সন্ধ্যায় অতিরিক্ত সচিবকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, অতিরিক্ত সচিব জাকির হোসেন এর আগেও দুটো বিয়ে করেছিলেন। ওই স্ত্রীরা চলে গেছেন। গত বছর তিনি ফাতেমা জাহান নামের এই ডাক্তারকে বিয়ে করেন। তাদের ঘরে কোন সন্তান নেই। মামলায় ফাতেমা জাহান ৭০ লাখ টাকা যৌতুকের অভিযোগ সহ তাকে নিয়মিত নির্যাতনের অভিযোগ করেছেন। এ বিষয়ে জানতে চাইলে রমনা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘স্ত্রীর মামলার ভিত্তিতে অতিরিক্ত সচিবকে গ্রেপ্তার করা হয়েছে।’
সংশ্লিষ্ট সূত্র জানায়, ৯৯৯ খবর পেয়ে পুলিশ ওই বাসায় যাওয়ার পর অতিরিক্ত সচিব পুলিশের উপর প্তি হন। তিনি জানান, স্বামী স্ত্রীকে সামান্য মারধর করতেই পারে। কিন্তু তার স্ত্রী অভিযোগ করেন নিয়মিতই তাকে মারধর করেন তার স্বামী অতিরিক্ত সচিব। তিনি আর সহ্য করতে না পেরে মামলার মতো একটি সিদ্ধান্ত নিয়েছেন। এবং ৯৯৯ সহযোগিতা চেয়ে পুলিশকে ফোন করেছেন।