নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেকের কন্যা তানিয়ার রাজকীয় বিয়ে
শেরপুর ডেস্ক: কুমিল্লার নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেকের একমাত্র মেয়ে তানিয়া সুলতানার রাজকীয় বিয়ে অনুষ্ঠান শনিবার নাঙ্গলকোট শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট উপজেলার জোড্ডা গ্রামের ব্যবসায়ী হাজী সোলায়মানের ছেলে ডা. মোয়াজ্জেম হোসেন বাপ্পির সঙ্গে তানিয়া সুলতানার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে প্রায় ১০ হাজার অতিথিকে আপ্যায়ন করা হয়।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ এমপি, নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ জাহান মজুমদার, উপজেলা আ. লীগ সভাপতি রফিকুল হোসেন, সাধারণ সম্পাদক অধ্য আবু ইউসুফ ভূঁইয়া, লাকসাম উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস ভূঁইয়া, নাঙ্গলকোট উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন দলের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ বিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।