শেরপুরে প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক যারা
ষ্টাফ রির্পোটার: জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৯ এ বগুড়ার শেরপুর উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক সহ বিভিন্ন ক্যাটাগরীতে বাছাই সম্পন্ন হয়েছে।
উপজেলা পর্যায়ে এ বছর যারা শ্রেষ্ঠ হয়েছেন তারা হলেন- শেরপুর উপজেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক খন্দকারটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আব্দুল মতিন, শ্রেষ্ঠ প্রধান শিক্ষকিা শেরপুর পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোছা. সালমা খাতুন, শ্রেষ্ঠ সহকারি শিক্ষকিাবাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুজয়া রায়, শ্রেষ্ঠ সহকারি শিক সিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. আব্দুর রাজ্জাক।
এ ছাড়া শ্রেষ্ঠ উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা নওশীনা মীম, শ্রেষ্ঠ কাব শিক্ষক শাহনাজ পারভীন, শ্রেষ্ঠ বিদ্যালয় বাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরো বেশ কয়েকটি ক্যাটাগরীতে উপজেলায় শ্রেষ্ঠ নির্বাচন করা হয়েছে।
শেরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মিনা পারভীন জানান, এ বছর থেকেই উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শিক্ষিকা ও সহকারি শিক্ষক শিক্ষিকা মনোনীত করা হচ্ছে। পরবর্তীতে তারা জেলায় প্রতিযোগিতায় অংশ নিবে।