শেরপুরে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
শেরপুর ডেস্কঃ বগুড়ার শেরপুরে স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রাজু আহম্মেদ (৩৫) নামে এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। রোববার (০৬মার্চ) বিকেলে আটক হওয়া ওই ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন উপজেলার কুসুম্বী ইউনিয়নের ওই স্বামী পরিত্যক্তা ঐ নারী।
মামলা সূত্রে জানা যায়, বেশকিছুদিন ধরেই উপজেলার কুসুম্বী ইউনিয়নের দ্বাড়কিপাড়া গ্রামের আব্দুল বাসেদের ছেলে রাজু আহম্মেদ স্বামী পরিত্যক্তা ওই নারীকে উত্যক্ত করে আসছিলেন। সেইসঙ্গে কু-প্রস্তাবও দেওয়া হয় তাকে। কিন্তু লম্পট রাজুর প্রস্তাবে রাজী না হওয়ায় প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ক্ষতিসাধন করার জন্য তাকে নানা হুমকি-ধামকিও দেওয়া হয়।
এক পর্যায়ে শনিবার (০৫মার্চ) রাত অনুমান সোয়া নয়টার দিকে ওই নারীর বসতবাড়িতে কৌশলে ঢুকে পড়ে রাজু। সেইসঙ্গে বাড়ির আঙিনায় রান্নার কাজে থাকা ওই নারীকে ঝাপটে ধরে। এমনকি জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ওই নারীর চিৎকারে তার পরিবারসহ আশপাশের লোকজন এসে রাজু আহম্মেদকে হাতেনাতে আটক করেন। পরবর্তীতে তাকে গণধোলাই দিয়ে থানায় সংবাদ দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এলে ওই লম্পটকে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় জনতা।
শেরপুর থানার এসআই জাহিদুল ইসলাম ঘটনার জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা নেওয়া হয়েছে। সেইসঙ্গে আটক হওয়া ব্যক্তিকে রোববারই বগুড়ায় আদালতে পাঠানো হয়। পরবর্তীতে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।