শেরপুরে রাস্তা ছেড়ে ঘরে মাটি বোঝাই ট্রাক
ষ্টাফ রির্পোটার: রাস্তা ছেড়ে গভীর রাতে ঘরে ঢুকে পড়েছে মাটি বোঝাই ট্রাক। দুই জন আহত হলেও অল্পের জন্য রা পেয়েছে পুরো পরিবার। ঘটনাটি ঘটেছে শনিবার রাত আড়াইটায় বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি বাজার সংলগ্ন রাস্তার দণি পার্শ্বে জয়নগর গ্রামে।
এলাকাবাসী জানান, গভীর রাতে মাটি বোঝাই ট্রাক (ঢাকা মেট্রে ট ১৩-২৭০০) নিয়ন্ত্রণ হারিয়ে জয়নগর গ্রামের ফজলুর রহমানের বাড়ির একটি ঘরে ঢুকে পড়ে। এতে তার ছেলে রেজাউল করিম (৩০) ও এক শিশু আহত হলেও বড় দুর্ঘটনা থেকে রা হয়।
এলাকাবাসী আরো জানান, কিছুদিন পুর্ব হতে খামারকান্দি ইউনিয়নের বড়বিলা এলাকা থেকে মাটি তুলে সংকীর্ণ রাস্তা দিয়েই উপজেলার বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হচ্ছে। যার ফলে যে কোন সময় আরো বড় দুর্ঘটনার আশংকা রয়েছে।
এ ব্যাপারে খামারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব জানান, মাটি তোলা বিষয়টি জানি। কিন্তু ট্রাক যে ঘরে ঢুকে পড়েছে বিষয়টি কেবল শুনলাম।