বগুড়ায় জাতীয় যুবজোট’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত
বগুড়া সংবাদদাতা: জাতীয় যুবজোট বগুড়া জেলা কমিটির কর্মী সম্মেলন শনিবার রাতে জাসদ কার্যালয়ের তাহের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা যুবজোটের সভাপতি সিদ্দিকুল আলম মামুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বগুড়া জেলা জাসদের সভাপতি সাবেক এম.পি রেজাউল করিম তানসন, জাতীয় যুবজোট কেন্দ্রীয় কমিটির সভাপতি রোকনুজ্জামান রোকন, জাসদ কেন্দ্রীয় সদস্য এ্যাডভোকেট ইমদাদুল হক ইমদাদ, বগুড়া জেলা জাসদের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলার সহ-সভাপতি হেলাল উদ্দিন আঙ্গুর, সাংগঠনিক এ্যাড, আব্দুল লতিফ পশারী ববি, জাসদ নেতা জোবায়ের হোসেন মোল্লা, দানা তালুকদার, শাহীন আহম্মেদ, সদর উপজেলা জাসদের সভাপতি হারুনুর রশিদ, শহর জাসদের সভাপতি রবীন্দ্রনাথ দাস রঞ্জন, সাধারণ সম্পাদক হাসানুল মঞ্জুর দোদুল, সাংগঠনিক আতিকুজ্জামান তুহিন, জেলা যুবজোটের সাধারণ সম্পাদক ওবায়দুল হক, সাংগঠনিক সামিউল বারি, শ্রমিক নেতা আশরাফুল হক, রায়হান প্রমূখ।
সমাবেশে রোকনুজ্জামান রোকন বলেন, বাজারে পিঁয়াজের ঘাটতি নেই। তবুও দাম বাড়ছে কেন। কোন সিন্ডিকেট এই দাম বাড়াচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, দেশের সকল কর্মম বেকার যুবকদের হাতকে কর্মের হাতিয়ারে পরিনত করতে হবে। যুবকদের হাতে কাজ থাকলে তারা বিপথগামীতা থেকে রা পাবে। সমাজকে মাদক সন্ত্রাস মুক্ত করতে যুবকদের কাজ দিন। রোকন বলেন, যারা জাতীয় সম্পদ লুন্ঠন করছে, শেয়ার বাজারে লুটপাট করেছে, বিদেশে টাকা পাচার করছে তাদের বিচার করুন। তাদেরকে গ্রেফতার করুন। জাতীয় সম্পদ লুন্ঠন বন্ধ হলে, বিদেশে টাকা পাচার বন্ধ হলে দেশের বেকার যুবকদের ভাতা দেয়া সম্ভব। তিনি সরকারের চলমান শুদ্ধি অভিযান জেলা উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃত করার জন্য সরকারের প্রতি আহবান জানান।