শেরপুরে জাতীয় শ্রমিকলীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে জাতীয় শ্রমিকলীগের দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার (১১মার্চ) দুপুরে শহরের দ্বাড়কিপাড়া এলাকাস্থ ঈদগাঁহ মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি পদে মো. কামাল সেখ ও সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যকরি সভাপতি পদে রফিকুল ইসলাম, সহ-সভাপতি আবু হাসেম ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মো. ফারুক হোসেন। এরআগে শ্রমিক নেতা কামাল সেখের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আসাদুর রহমান দুলু। এই সম্মেলনের উদ্বোধন করেন জেলা জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল সালাম।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, প্রচার সম্পাদক জালাল উদ্দিন, আ.লীগ নেতা মাশরাফি হিরো, জাহাঙ্গীর হোসেন স্বপন, নুরুজ্জামান ও রুবেল সরকার।
এছাড়া স্থানীয় আ.লীগ ও এর সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।