বগুড়া জেলা আ’লীগের সম্মেলন ১ম দিনে ১০ জনের মনোনয়ন সংগ্রহ
বগুড়া সংবাদদাতা: বগুড়া জেলা আওয়ামীলীগের সম্মেলন আগামী ৭ ডিসেম্বর । শনিবার দলীয় অফিসে মনোনয়ন পত্র বিতরণ শুরু করেছে জেলা আওয়ামীলীগে নির্বাচন পরিচালনা কমিটি। ১ ও ২ ডিসেম্বর মনোনয়ন পত্র বিতরণ করা হবে। মনোনয়ন বিতরণের প্রথম দিনে সভাপতি পদে ৭ ও সাধারণ সম্পাদক পতে ৩ জন মনোনয়ন সংগ্রহ করেছেন।
১ ডিসেম্বর রোববার সকাল থেকে দলীয় কার্যালয় হতে মনোনয়ন বিতরণ শুরু হয়। প্রথম দিনে ১০ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। এদের মধ্যে অনেকেই জমাও দিয়েছেন। এদিন সভাপতি পদে মনোনয়ন সংগ্রহ করেছেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন দুলু, টি.এম.মুসা পেস্তা, এ্যাড, রেজাউল করিম মন্টু, এ্যাড, মকবুল হোসেন মুকুল, জেলার সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, জেলা নেতা হায়দার আলী, পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ শামিম। সাধারণ সম্পাদক পদে মনোনয়ন নিয়েছেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, মঞ্জুরুল আলম মোহন, সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান দুলু। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এ্যাড. মন্তেজার রহমান মন্টু জানান, ২ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন বিতরণ ও জমা নেয়ার কাজ চলবে।
এদিকে দীর্ঘ প্রায় ৫ বছর পর জেলা আওয়ামীলীগের সম্মেলনকে ঘিরে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীরা সকাল থেকেই তাদের কর্মী সমর্থকদের নিয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে দাঁড়ায়। এরমধ্যে নেতাদের নামে কর্মী সমর্থকেরা স্লোগান দিতে থাকে। সন্ধ্যায় বিভিন্ন প্রার্থীর পে শহরে মিছিল করা হয়।