বগুড়ায় বিশ্ব এইডস দিবস পালিত
বগুড়া সংবাদদাতা: এইডস নির্মূলে প্রয়োজন জনগণের অংশগ্রহণ-এবারের প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলা স্বাস্থ্য বিভাগ, বগুড়া এর আয়োজনে সরকারি ও বেসরকারি সংস্থা সমূহের সহযোগিতায় ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবসের বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। জেলা প্রশাসক ও সিভিল সার্জন ডা. গাউসুল আজীম এর নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. গাউসুল আজীম চৌধরী। আলোচক হিসেবে আলোচনা করেন ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. নুরুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার তাপস পাল, বগুড়া সদর প.প. কর্মকর্তা ডা. সািমির হোসেন মিশু। মুক্ত আলোচনায় বক্তারা বলেন এইডস প্রতিরোধে ধর্মীয় অনুশাসন খুবই প্রয়োজন। এইডস বিষয়ক সচেতনতার ল্েয বর্তমান সরকার পাঠ্যপুস্তকে এইডস রোগ সম্বন্ধে সিলেবাসে অন্তর্ভূক্ত করেছে যাতে আমাদের প্রজন্ম শিার্থীরা এইডস সম্বন্ধে ধারনা নিতে পারে এবং সচেতন হতে পারে।