বগুড়ার কাহালুতে দুই বাংলার নাট্য উৎসব শুরু
শেরপুর ডেস্ক: বগুড়ার কাহালুত উপজেলা অডিটোরিয়ামে শুরু হলো “দুই বাংলার নাট্য উৎসব ২০১৯”। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের প্রস্তুতি স্বরুপ বাংলাদেশ গ্রাম থিয়েটারের অন্যতম সংগঠন কাহালু থিয়েটারের আয়োজনে এই উৎসবে দুইদিনে তিনটি নাটক মঞ্চায়িত হচ্ছে। প্রথমে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানায় কাহালু থিয়েটারের নাট্যকর্মীরা।
শুক্রবার সন্ধ্যা সাতটায় উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্পীচ রাইটার (সচিব) মোঃ নজরুল ইসলাম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন কাহালু থিয়েটারের সভাপতি আব্দুল হান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া, বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, কৃষি বিষয়ক সম্পাদক মুনসুর রহমান মুনু, কাহালু থানার অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী। সঞ্চালনা করেন মুনসুর রহমান তানসেন। প্রধান অতিথি এবং ভারতের বিষাণ নাট্য সংস্থাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে বগুড়া জেলা পুলিশ বিভাগ। কাহালু থিয়েটার ড. সেলিম আল দীন রচিত এবং আব্দুল হান্নান নির্দেশিত নাটক “গ্রন্থিকগণ কহে” নাটক মঞ্চায়ন করে।