বিনোদন

বিদেশে থাকতে ইচ্ছে করে না : শাবনূর

Spread the love

শেরপুর ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী শাবনূর। বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবারসহ বসবাস করছেন। অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন বহু আগেই। গত মঙ্গলবার রাতের একটি ফাইটে অস্ট্রেলিয়া থেকে দেশে এসেছেন নব্বই দশকে সাড়া জাগানো এই অভিনেত্রী। সঙ্গে এসেছে একমাত্র সন্তান আইজানও। তবে এবারের সফরটি খুব বেশি দিনের নয়, এমনটাই জানালেন শাবনূর। এই অভিনেত্রী বলেন, ‘এবার খুব বেশি দিন দেশে থাকা হবে না। নতুন বছরের প্রথম দিকেই চলে যাবো।’
শাবনুর বলেন, ‘খুব বেশি দিন বিদেশ থাকতে ইচ্ছে করে না। দেশের মানুষ ও ভক্তদের কথা খুব মনে পড়ে। তাই তো প্রতি বছর একবার হলেও দেশে আসার চেষ্টা করি। এদিকে, আগামী ১৭ ডিসেম্বর চিত্রনায়িকা শাবনূরের জন্মদিন। দিনটি ঘিরে বিশেষ কোনো আয়োজন থাকছে কি-না জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘আসলে এখনো কোনো পরিকল্পনা করিনি। সাদামাটাভাবেই দিনটি পালনের ইচ্ছে আছে। হয়তো ঘরোয়া একটি আয়োজন থাকতে পারে, তাও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’
শাবনূর সর্বশেষ মোস্তাফিজুর রহমান মানিকের ‘এত প্রেম এত মায়া’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এরই মধ্যে তিনি কণ্ঠ দিয়েছেন ছবির একটি গানে। তবে এখন পর্যন্ত এর শুটিং শেষ করেননি এই অভিনেত্রী। কবে থেকে শুটিংয়ে অংশ নেবেন জানতে চাইলে শাবনূর বলেন, ‘চাইলে কিন্তু হঠাৎ করেই কাজ শুরু করতে পারি। তবে নিজেকে তৈরি করা ও প্রস্তুতির একটা বিষয় আছে। তাই সময় নিচ্ছি। নিজেকে তৈরি করেই পর্দায় আসতে চাই। তাই একটু সময় নিচ্ছি। আশা করি, খুব শিগগিরই ক্যামেরার সামনে দাঁড়ানো হবে।’
উল্লেখ্য, ২০১১ সালে অস্ট্রেলিয়া প্রবাসী অনিক মাহমুদকে বিয়ে করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। বিয়ের দুই বছরের মাথায় স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায় চলে যান তিনি। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর তাদের ছেলে আইজানের জন্ম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close