বিএনপির শোভাযাত্রা ১০ ডিসেম্বর
শেরপুর ডেস্ক: বিএনপি আগামী ১০ ডিসেম্বর ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে শোভাযাত্রা করবে। সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ কথা জানান।
রিজভী বলেন, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলে বিএনপির উদ্যোগে আগামী ১০ ডিসেম্বর সকাল ১১টায় ঢাকায় এবং বিভাগীয় শহরে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। রিজভী এ সময় বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, গত এক দশকে দেশ থেকে ৯ লাখ কোটি টাকা পাচার হয়ে গেল, বাংলাদেশ ব্যাংক থেকে লোপাট হয়ে গেল ৮১০ কোটি টাকা। বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ ১৬ হাজার কোটি টাকা। এভাবে রাষ্ট্রীয় মদদে নানা উপায়ে চলছে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন। তিনি অভিযোগ করেন, ‘নেদারল্যান্ডসের টিউলিপ কম্পানির সঙ্গে কম্পিউটার আমদানির চুক্তি বাতিল সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিথ্যাচার করছেন।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম, আব্দুস সালাম আজাদ, গণশিাবিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।