স্থানীয় খবর
শেরপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে আমগাছের সাথে দড়ি ঝুঁলিয়ে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৪ মে) রাত সাড়ে ৯ টার দিকে শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর পুর্বপাড়ায় এই অপমৃত্যু ঘটে।
নিহত যুবক রুবেল মিয়া (৩৬) ওই গ্রামেরই ওমর আলী ঠান্ডুর ছেলে। তিনি ১ মেয়ে এবং ১ ছেলে জনক। তবে তার আত্মহত্যার সঠিক কোন কারণ পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য মো. আকতার উদ্দিন জানান, রাত সাড়ে ৯টার দিকে বাড়ির বাইরে চাতালের পার্শ্বে আমগাছের সাথে দড়ি ঝুঁিলয়ে গলায় ফাঁস দেয় রুবেল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।