বিনোদন
ফেরদৌসের সঙ্গে যোগ দিলেন ঋতুপর্ণা
শেরপুর ডেস্ক: ‘গাঙচিল’ ছবির দ্বিতীয় ধাপের শুটিং শুরু হয়েছে গত ১৭ই নভেম্বর। নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট ইউনিয়নে গত কয়েকদিন ধরেই এ ছবির কাজ শুরু করেন চিত্রনায়ক ফেরদৌস ও পূর্ণিমা। পূর্ণিমা বেশকিছু অংশের কাজ শেষ করার পর এবার ফেরদৌসের সঙ্গে এ সিনেমায় যোগ দিয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ফেরদৌস বলেন, এ সিনেমায় আমার ও পূর্ণিমার পাশাপাশি ঋতুপর্ণা সেনগুপ্তও যোগ দিয়েছেন। ‘গাঙচিল’ সিনেমায় দেখা মিলবে আমাদের। আমরা অনেক ভালো বন্ধু। একসঙ্গে এ সিনেমায় কাজ করতে পেরে বেশ ভালো লাগছে। ছবিটি পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল।