বগুড়ায় নন্দন শিল্পি গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বগুড়া সংবাবদাতা: বগুড়ায় নন্দন শিল্পি গোষ্ঠীর ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে শহরের কলোনী প্রীতি প্রাইমারি স্কুল মাঠে নন্দন মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি টি এম চাকলাদার। সংগঠনের সভাপতি মতিয়ার রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা কৃষকলীগের সভাপতি মোঃ আলমগীর বাদশা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ধুনট উপজেলার চিকাশী ইউনিয়ন এর চেয়ারম্যান নাজমুল কাদির শিপন, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সাধারন সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহিন কাদির জোয়ারদার, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান তুষার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক দুলাল মিয়া। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আতিকুর রহমান মিঠু, সোহরাব হোসেন, আবেদ আলী, খলিলুর রহমান চৌধুরী। আরো উপস্থিত ছিলেন বগুড়া শহর কৃষকলীগ দনি এর সভাপতি সুজাউদ্দৌলা সুজা, মেসার্স লাখিন এন্টারপ্রাইজ এর স্বত্তাধিকারী ইঞ্জিঃ খায়রুল আলম লাখিন প্রমূখ। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন সিকতা কাজল। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঞ্চ নাটক নাচ মহল পরিবেশন করা হয়।