বিনোদন

বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হচ্ছে শাকিব খানের ‘বীর’

Spread the love

শেরপুর ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলে নতুন চলচ্চিত্র ‘বীর’ উৎসর্গ করতে চাচ্ছে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ ও প্রযোজক মো. ইকবাল। সোমবার থেকে গাজীপুরের পূবাইলে শাকিব খান ও শবনম বুবলী অভিনীত চলচ্চিত্রটির শুটিং শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রযোজক মো. ইকবাল।
বরেণ্য পরিচালক কাজী হায়াৎ প্রথমবারের মতো শাকিব খানকে নিয়ে চলচ্চিত্র তৈরি করছেন। শাকিব-বুবলী ছাড়াও ছবিটির অন্যতম একটি চরিত্রে অভিনয় করছেন মিশা সওদাগর। ছবিটি সম্পর্কে মিশা সওদাগর বলেন, ‘ছবিটিতি অভিনয় করতে পেরে খুব ভালো লাগছে।’
বেশ কিছুদিন ধরে গুঞ্জন ছিল ‘বীর’ থেকে বাদ পড়ছেন বুবলী। অবশেষে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি শুটিংয়ে অংশ নিয়েছেন। জানা যায়, টানা কয়েক সপ্তাহ কাজ করে এর শুটিং শেষ করা হবে। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ‘বীর’ মুক্তি পেতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close