ধুনটে ৬টি গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধন করেন এমপি হাবিব
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় ৬টি গ্রামে ৩ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে নতুন বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেল ৫ টার দিকে উপজেলার খাটিয়ামারি উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব হাবিবর রহমান এমপি। গোপালনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম তছুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসিন আলম, গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন, পল্লী বিদ্যুৎ শেরপুর অফিসের ডিজিএম ফখরুল আলম, ধুনট সাব-জোনাল অফিসের এজিএম আব্দুর রশীদ প্রমুখ। উল্লেখ্য, অনুষ্ঠানে উপজেলার গোপালনগর ও চিকাশী ইউনিয়নের বিশারদিয়ার, ডিগ্রীর চর, চক ডাকাতিয়া, জোড়শিমুল ও ছোট চিকাশি গ্রামের ১হাজার ৫২৫টি নতুন বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে।