সেই হুমায়রা এনে দিলেন চতুর্থ স্বর্ণ পদক
শেরপুর ডেস্ক: সাউথ এশিয়ান গেমসে’র (এসএ) ১৩তম আসরে একের পর এক নৈপুণ্য দেখিয়ে যাচ্ছেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। দিনের শুরুতেই আল আমিনের হাত ধরে স্বর্ণ পদক আসলেও সময় গড়াতেই মারজানার হাত ধরে আসে দ্বিতীয় পদক। এরপর চলতি আসরে গতকাল যার হাত ধরে বোঞ্জ পদক এসেছিল বাংলাদেশের, সেই হুমায়রা আক্তার এনে দিলেন তৃতীয় স্বর্ণ। এ নিয়ে গত দুই দিনে বাংলাদেশের সংগ্রহ চারটি স্বর্ণপদক।
মঙ্গলবার এসএ গেমসের তৃতীয় দিনে মেয়েদের কারাতে-৬১ কেজি কুমিতে স্বর্ণ জেতেন হুমায়রা। স্বাগতিক নেপালের আনু গুরংকে ৫-২ পয়েন্টে হারিয়ে কারাতে থেকে তৃতীয় সোনার পদক জেতেন তিনি। এর আগে সেমিফাইনালে তিনি ৪-০ পয়েন্টে পাকিস্তানের গুল নাজকে হারিয়ে ফাইনালে আসেন।
মেয়েদের কুমিতে অনূর্ধ্ব-৫৫ কেজির ফাইনালে পাকিস্তানের কউসার সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়ে দিনের দ্বিতীয় স্বর্ণ পদক এনে দেন মারজানা আক্তার পিয়া। মারজানার আগে সকালে কারাতের কুমি ইভেন্টের অনুর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রেণিতে মোহাম্মদ আল আমিন এই স্বর্ণ জেতেন। ফাইনালে পাকিস্তানের জাফরকে ৭-৩ পয়েন্টে হারিয়ে স্বর্ণ নিশ্চিত করেন আল আমিন। সেমিফাইনালে নেপালের প্রতিযোগীকে ৭-৪ ব্যবধানে হারান তিনি।
এসএ গেমসে সোমবার বাংলাদেশকে প্রথম স্বর্ণ এনে দিয়েছিলেন তায়কোয়ান্দোর দিপু চাকমা। তায়কোয়ান্দো ডিসিপ্লিনে ছেলেদের একক পুমসায় ঊর্ধ্ব-২৯ শ্রেণিতে ভারতের প্রতিযোগীকে হারিয়ে সোনার হাসি হাসেন রাঙামাটির দিপু। সেই সঙ্গে স্বর্ণের তালিকায়ও নাম উঠে যায় বাংলাদেশের।
গত রোববার থেকে নেপালে সাউথ এশিয়ান (এসএ) গেমসের ১৩তম আসর শুরু হয়েছে। এই অঞ্চলের সাতটি দেশের ক্রীড়াবিদদের মিলনমেলায় মুখরিত হয়ে উঠেছে দেশটির রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়াম।