ভাটরায় ইসলামী জালসায় মুনসী সাইফুল বারী ইসলাম শান্তির ধর্ম, সন্ত্রাস হত্যা জঙ্গিবাদ ইসলাম পছন্দ করেনা
ষ্টাফ রির্পোটার: সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু বলেছেন ইসলাম শান্তির ধর্ম, সন্ত্রাস হত্যা জঙ্গিবাদ ইসলাম পছন্দ করেনা। মানবজাতির কল্যানে সবাইকে কাজ করতে হবে। ভাল কাজকে ভাল মন্দ কাজকে মন্দ বলতে হবে। ন্যায় কাজে আদেশ আর অন্যায় কাজে নিষেধ করতে হবে। যারা গুজব রটনা করে তারা জাতির দুশমন তাদের সর্ম্পকে সতর্ক থাকতে হবে।
বগুড়ার শেরপুর উপজেলার ভাটরা মধ্যপাড়া রেডিমেট কাপড় ব্যবসায়ীদের উদ্যোগে ৩ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাতে এক বিরাট ইসলামী জালসায় প্রধান অতিথির বক্তব্যে সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু উপরোক্ত কথা বলেন। এলাকার বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মুনসী আব্দুল খালেক মেজবা’র সভাপতিত্বে অনুষ্ঠিত জালসায় প্রধান মেহমান ছিলেন গার্মেন্টস ব্যবসায়ী মো: আবু সালেক। এ সময় উপস্থিত ছিলেন পিডাবøুউডি’র কর্মকর্তা সানোওয়ার হোসেন, এলাকার বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আবুল কাশেম প্রাং, আলহাজ্ব সবদের আলী প্রাং,আলহাজ্ব আব্দুস সাত্তার প্রাং,মো: লোকমান হোসেন, সাংবাদিক জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ। প্রধান বক্তা ছিলেন বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম মাও: মো: মাজিদুল ইসলাম যুক্তিবাদী,বক্তব্যদেন মাও:মো: হায়দার আলী,মাও:মো:আবু বক্কর সিদ্দিক প্রমুখ। এন্তজামিয়া কমিটির পক্ষে সহযোগিতা করেন মো: বাবলু মিয়া,মো: সহিদুল ইসলাম,মো:রাসেল আহম্মেদ, মো:রাজু আহম্মেদ, মো:শাহিন আলম, মো: ইয়ারুল ইসলাম, মো:ওয়াজেদ আলী, মো:ফারুক আহম্মেদ, মো:ওবায়দুল ইসলাম প্রমুখ।