জেলার খবর
বগুড়ায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৬
শেরপুর ডেস্ক: দীর্ঘ চার মাস পর বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে মমতাজ উদ্দিন(৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার রাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বগুড়া শিবগঞ্জের বাসিন্দা।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি জেলায় একজনের মৃত্যু হয়েছিল। এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ সাহারুল ইসলাম খান।
তিনি জানান, একজনের মৃত্যুর পাশাপাশি জেলায় গত ২৪ ঘন্টায় ৩৯ নমুনায় ৬জন করোনায় শনাক্ত হয়েছেন। এর মধ্যে শজিমেকের ৩৪ নমুনায় ৫জন, টিএমএসএস কলেজের ৪ নমুনায় সবার নেগেটিভ এবং জিন এক্সপার্ট মেশিনে এক নমুনায় একজনের পজিটিভ এসেছে। এদের সবাই সদর উপজেলার বাসিন্দা। তিনি আরও জানান, এখন হাসপাতালে রোগী আছেন একজন এবং মৃত্যুর সংখ্যা বেড়ে ৭০৬ জনে দাঁড়িয়েছে।