স্থানীয় খবর

শেরপুরে বিদ্যুৎস্পর্শে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিার্থীর মৃত্যু

Spread the love

ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় বিদ্যুৎস্পর্শে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিার্থীর মৃত্যু হয়েছে। ওই শিার্থীর নাম মো. মিন্টু মিয়া (২০)। তিনি পৌরশহরের উত্তরসাহাপাড়া এলাকার ভাদু মিস্ত্রির ছেলে।বুধবার বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, শহরের বারোদুয়ারী হাটখোলা এলাকার বাসিন্দা ওষুধ ব্যবসায়ী অসিমের নির্মাণাধীন ভবনে ভাদু মিস্ত্রি তার বিশ^বিদ্যালয় পড়ুয়া ছেলে মিন্টু মিয়াকে নিয়ে বিদ্যুৎ সংযোগ দেয়ার কাজ করছিলেন। একপর্যায়ে ভবনের ছাদে থাকা নির্মাণ সামগ্রী পরিস্কার করার সময় মিন্টুর হাতে থাকা স্টীলের এসএস পাইপ ওই ভবন সংলগ্ন বিদ্যুত সঞ্চালন লাইনের (৩৩হাজার কেভি) সঙ্গে লেগে বিদ্যুতায়িত হয়ে পড়েন। এমনকি ওই ভবনের ছাদের এক পাশ থেকে আরেক পাশে ছিটকে পড়েন তিনি। পরে পাশের ভবনে কাজ করা অন্য শ্রমিকরা ঘটনাটি দেখে চিৎকার শুরু করেন। এরপর স্থানীয় লোকজন এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম এ প্রসঙ্গে জানান, এ ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close