বগুড়ায় শেখ ফজলুল হক মনি’র জন্মদিনে যুবলীগের আলোচনা সভা
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রখ্যাত সাংবাদিক শেখ ফজলুল হক মনি’র ৮০ তম জন্মদিন উপলে বগুড়ায় আলোচনা সভা করেছে যুবলীগ। বুধবার বিকেল ৪ টায় দলীয় কার্যালয়ে বগুড়া জেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা, শহর, সদর উপজেলার নেতৃবৃন্দ।
এতে বক্তারা বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকেই যুবলীগ জনগনের অধিকার আদায়ের সংগ্রাম করছে। দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে যুবলীগের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনের কাজ করছে যুবলীগ। দেশবিরোধি যে কোন চক্রান্ত রুখে দিতে রাজপথে যুবলীগ সবর্দা প্রস্তুত রয়েছে। যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির আদর্শে অনুপ্রানিত হয়ে দেশ গঠনের কাজে যুবসমাজকে আত্মনিয়োগ করতে হবে। সভার আগে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। প্রেস রিলিজ