এক কোটি নতুন ভোটার হালনাগাদে যুক্ত হচ্ছে
শেরপুর ডেস্ক: ভোটার তালিকায় নতুন করে প্রায় ১ কোটি ভোটার যুক্ত হচ্ছে। চলমান হালনাগাদ কার্যক্রম এখন পর্যন্ত ৯০ লাখ ৬৬ হাজার ভোটারের নিবন্ধন সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এদিকে, আইন অনুয়ায়ী আগামী বছরের জানুয়ারিতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের খসড়া ও চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে শঙ্কায় পড়েছে ইসি। এ তালিকা কবে প্রকাশ করা হবে তা নিয়ে ধোয়াশায় রয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
ইসি কর্মকর্তারা জানান, বর্তমানে ভোটার তালিকা আইনে রয়েছে—কম্পিউটার ডেটাবেইজে সংরতি বিদ্যমান সকল ভোটার তালিকা প্রতি বছর ২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির মধ্যে নির্ধারিত পদ্ধতিতে হালনাগাদ করে তালিকা প্রকাশ করা হবে। কিন্তু এবার আইন অনুযায়ী তা প্রকাশ করতে পারবে কি না তা নিয়ে সন্দিহান স্বয়ং কমিশন।
এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, প্রতি বছরের মতো এবার ২ জানুয়ারি ও ৩১ জানুয়ারি খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা মনে হয় প্রকাশ করা হবে না। আমাদের পরিকল্পনা আছে ২০ জানুয়ারি খসড়া প্রকাশ করে ১ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এজন্য বর্তমান ভোটার তালিকা আইনের সংশোধন আনতে এরই মধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।