স্থানীয় খবর
ধুনটে বালুর পয়েন্ট পুড়িয়ে দিলো ভ্রাম্যমান আদালত
এম.এ রাশেদঃ বগুড়ার ধুনট উপজেলায় অবৈধভাবে বাঙালী নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় ২টি বালুর পয়েন্ট আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। পয়েন্ট গুলো হলো নিমাগছী ইউনিয়নের বেড়েরবাড়ী গ্রামের মৃত. আবুল মন্ডলের ছেলে আওয়ামী লীগ নেত ও সাবেক ইউপি সদস্য নবাব আলীর বালুর পয়েন্ট ও নিমগাছী ইউনিয়নের জয়শিং গ্রামের মৃত. আব্দুর রহিম মন্ডলের ছেলে শিয়ালী গ্রামে ইছামতী নদী এলাকায় সুজন মিয়ার বালুর পয়েন্টে।
বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা সহকারি কমিশনার ও নিবার্হি ম্যাজিস্ট্রেট নাসিম রেজা সঙ্গিয় ফোর্স নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় চিকাশী ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা সাইফুল ইসলাম ও নিমগাছী ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা আব্দুস সালাম প্রমুখ।