ধুনটে ওয়ারেন্টভূক্ত আসামীসহ আটক ৪
এম.এ রাশেদ ঃ বগুড়ার ধুনটে মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের জোড়খালী গ্রামের মৃত হোসেন প্রামানিকের ছেলে পারিবারিক মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী গোলাম রহমান প্রামানিক, উপজেলার রান্ডিলা গ্রামের আব্দুল বারিকের ছেলে যৌতুক মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী আসলাম শেখ, সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার স্থলবাড়ী গ্রামের মৃত মালেক উদ্দিনের ছেলে মাদক কারবারি আবুল কালাম ও একই এলাকার চাঁন মিয়া শেখের ছেলে মাদক কারবারি শাহাআলম।
থানা সুত্রে জানা যায়, গোলাম রহমান প্রামানিক ও আসামী আসলাম শেখের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি থাকায় তাদের কে ওয়ারেন্ট মূলে আটক করা হয়েছে। অপর দিকে উপজেলার দাসপাড়া এলাকার জনৈক সুর্যকান্ত দাসের বাড়ির পাশে পাকা সড়কের উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি আবুল কালাম কে ১৪ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে আবারও অভিযান চালিয়ে মাদক কারবারি শাহাআলমকে আটক করা হয়। আটককৃতদের বুধবার সকালে ধুনট থানা হাজত থেকে জেলা আদালতে পাঠানো হয়েছে ।