ধুনটে প্রেমিকা সহ যুবদল নেতা আটক
এম.এ রাশেদঃ বগুড়ার ধুনটে পরকীয়া প্রেমিকাসহ যুবদল নেতাকে আটক করেছে থানা পুলিশ। সেমাবার রাতে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রাম থেকে তাকে আটক হয়। আটককৃত যুবলনেতা রাঙ্গামাটি গ্রামের গোলাম ইদ্রিস খোকার ছেলে মরাদ হোসেন (৩৫) ও আটককৃত প্রেমিকা একই গ্রামের দিনমজুর হযরত আলীর মেয়ে ছনিয়া খাতুন (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদ হোসেন বিরুদ্ধে ২০১৮ সালে মারপিটের ঘটনায় থানায় মামলা হয়। সেই মামলা আদালতে দাখিল হয়। মুরাদ হোসেন আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। তারপর থেকেই মুরাদ হোসেন পালাতক ছিলো।গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১টার দিকে অভিযান চালিয়ে সোনিয়া খাতুনের ঘর থেকে মুরাদকে আটক করে পুলিশ। এসময় একই বিছানায় রাতযাপনের অভিযোগে সোনিয়া খাতুনকেও পুলিশ আটক করে নিয়ে আসে।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, আদালতের পরোয়ানামুলে মুরাদ হোসেনকে আটকের সময় একই ঘরে অবৈধভাবে রাত যাপনের অভিযোগে সোনিয়া খাতুনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।