বিদেশের খবর

আন্তর্জাতিক চাপে বিপাকে মিয়ানমার

Spread the love

শেরপুর ডেস্ক: রোহিঙ্গা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক চাপে অনেকটা বিপাকে পড়েছেন অং সান সুচির দেশ মিয়ানমার। প্রথমদিকে ঢাকা এককভাবে মিয়ানমারের বিরুদ্ধে লড়াই করে ঘায়েল করতে পারেনি। সম্প্রতি দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা ও তদন্ত শুরুর ঘটনায় বেশ চাপে পড়েছে দেশটি।
আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলা এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) অভিযোগ তদন্তের সিদ্ধান্তে গণহত্যার দায় যে মিয়ানমারের এড়ানোর সুযোগ নেই, সেটা বেশ স্পষ্ট।
জাতিসংঘের শীর্ষ আদালতে দায়ের করা মামলার লড়ার প্রস্তুতি নিচ্ছে দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচির নেতৃত্বে মিয়ানমার প্রতিনিধিদল। দেশের হয়ে লড়ার প্রস্তুতি নেয়া অং সান সুচির পে মিয়ানমারে তার সমর্থকরা ব্যাপক প্রচার-প্রচারণায় নেমেছেন।
ডিসেম্বরের ১০ তারিখ থেকে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা কূটনৈতিক সূত্র বলছে, দেশটির এ সিদ্ধান্তই প্রমাণ করে বৈশ্বিকভাবে কতটা চাপে পড়েছে মিয়ানমার। আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গাম্বিয়া ও মিয়ানমার দুই দফা শুনানি এবং পাল্টা শুনানিতে অংশ নেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close